রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রামের উলিপুরে পাগলা কুকুরের আক্রমনে ১০ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভ্যাকসিন না থাকায় তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কাজির চর গ্রামের জামাল উদ্দিনের পূত্র নুরুল ইসলাম (৬৫), থেতরাই ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের আঃ সামাদের পূত্র জহির উদ্দিন(৩৮), সাতদরগার হোকডাঙ্গা গ্রামের ছকিয়তুল্লার পূত্র হানিফ(৬৫), আবুল হোসেনের স্ত্রী সাহেরা খাতুন(৬০), মজিবর রহমানের কন্যা সালমা(১৪), নজরুল ইসামের কন্যা নুশরাত (৪), কিশোরপুর গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী জোবেদা (৩৫), বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রামের নওশের আলীর স্ত্রী নুরুন্নাহার(৪৭), সৈয়দ আলীর কন্যা সাবিনা আক্তার(১৫) এদের উপর অতর্কিতে পাগলা কুকুর আক্রমন করে। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, কুকুর কামড়ানোর ভেকসিন না থাকায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন ২ থেকে ৩ জন করে কুকুর কামড়ানোর রোগী আসে। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার জানান, পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে। এদিকে, গত ৭দিনের ব্যবধানে উপজেলার কাজির চক, খেয়ার পাড়, সরদার পাড়া, দাড়ার পাড়, নারিকেল বাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ব্যক্তিকে পাগলা কুকুর কামড়িয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে উপজেলার সর্বত্রই পাগলা কুকুর আতংক বিরাজ করছে। সেই সাথে বিভিন্ন এলাকার গবাদি পশুকেও আক্রমন করছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।