Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ১৩ গ্রামের ৫ হাজার মানুষের বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ১:৪৮ পিএম

কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদ-উল-ফিতর। বৃহস্পতিবার সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে ১৩ গ্রামের এ পরিবারগুলোর শিশু-কিশোরসহ এসব মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কলাপাড়ার আরও ১২ টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপির অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের জামাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ