বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহার নামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাক্কু (৪৫) -কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে রাংগুনিয়া থেকে সাইদুল ইসলাম সিকদারকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি চৌকশ টিম।
র্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার মিতুর বাবা মোশারফ হোসেন যে মামলা করেছেন তাতে সাক্কুর নাম রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে , মিতু হত্যাকাণ্ডে অংশ নেয়া খুনিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছিল সেটা সরবরাহকারী ছিলেন এই সাক্কু। তার ছোট ভাই কামরুল ইসলাম শিকদার হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।
২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে।
এ ঘটনায় বুধবার বাবুল আকতারসহ আটজনকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছেন মিতুর তার বাবা মোশারফ হোসেন।
এর আগে মঙ্গলবার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুলকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।
গত ১১ মে দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।