Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের অসহায় দুঃস্থদের পুলিশের ঈদ উপহার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ৭:৪২ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সিএমপির কোতোয়ালি থানাধীন স্মরণিকা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উদ্যোগে ২৪ টি বিট এলাকায় বসবাসরত ৬৫০ পরিবারের মাঝে আজকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থ প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৫০০ এম এল সয়াবিন তেল, ১ গোল্লা কাপড় কাচার সাবান, ২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১ কেজি লবন, ২ কেজি আলু সরবরাহ করা হয়েছে। এছাড়াও মহিলাদের মাঝে শাড়ি এবং পুরুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমান, শ্যামল কুমার নাথ, উপ পুলিশ কমিশনার বিজয় বসাক সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ