Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টাঙ্গাইলে হঠাৎ চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ আগুণ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ৯:৫৩ এএম

টাঙ্গাইলে ঢাকামুখী একটি চলন্ত যাত্রীবাহী প্রাইভেটকারে মধ্যরাতে হঠাৎ করে ভয়াবহ আগুণ লাগার ঘটনা ঘটেছে। এ আগুণ নিয়ন্ত্রণে আনার কাজ করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। মঙ্গলবার (১১মে) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিসিক নগরীর নগর জলপাই এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ আগুণ লাগার ঘটনায় বরিশালের জসিম নামে প্রাইভেটকার চালক প্রাণে বেঁচে যান। তিনি উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। প্রাইভেটকারটিতে জসিম ছাড়া আর কেউ ছিল না।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস স্টেশনের অফিসার আশিকুর রহমান জানান, আগুণ লাগার খবর পে‌য়েই ফায়ার সা‌র্ভিসের দুটি ইউ‌নিট দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। এসময় গা‌ড়ি পু‌ড়ে যায়। গা‌ড়িতে চালক একাই ছিলেন।

তিনি আরও জানান, গা‌ড়ি‌টি ঢাকা থে‌কে ঠাকুরগাঁও গি‌য়ে যাত্রী না‌মিয়ে আবারও ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি‌টি সম্পন্ন পু‌ড়ে গে‌ছে। ই‌ঞ্জিনের ওভার হি‌টের কার‌ণে আগুন লে‌গে‌ছে ব‌লে ধারণা কর‌ছে ফায়ার সা‌র্ভিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ