Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন দেয়ার হুমকি, থানায় জিডি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ৭:৫৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার হুমকির ঘটনা ঘটেছে। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় জিডি করা হয়েছে।

সোমবার বিকেলে থানায় জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি।

ওসি বলেন, ওবায়দুল কাদের মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার ফেসবুকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এজাহার দায়েরকারী বসুরহাট পৌরসভার ১সং ওয়ার্ডের মাইন উদ্দিনের পুত্র সাহাদাত সাহেদ বলেন, পৌরসভার ৯নং ওয়ার্ডেও আহসান উল্লার পুত্র শাহজান সাজু ফেসবুকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিবে বলে মন্তব্য করেন। যেহেতু মন্ত্রী মহোদয়ের পার্শ্ববর্তী বাড়ি আমার তাই আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ