Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শক্ত হাতে জাতীয় স্বার্থ রক্ষা করবে রাশিয়া

বিশ্বজুড়ে রাশিয়াফোবিয়া তৈরির নিন্দা পুতিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০২ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। একই সাথে আন্তর্জাতিক আইন রক্ষায় তার দেশ ভূমিকা রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৬তম বিজয় বার্ষিকী উপলক্ষে মস্কোর জাতীয় প্যারেড অনুষ্ঠিত বিশাল সেনা সমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। রোববার কুচকাওয়াজে রাশিয়ার হাজার হাজার সেনা অংশ নেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানাচ্ছে, সমাবেশে ১২ হাজার সেনা, ১৯১টি সামরিক ইকুইপমেন্ট ইউনিট এবং ৭৬টি বিমান ও হেলিকপ্টার অংশ নেয়। এ বছরের বিজয় বার্ষিকী উপলক্ষে রাশিয়ার এই নো সমাবেশ এমন সময় অনুষ্ঠিত হলো যখন ইউক্রেনসহ বেশ কয়েকটি ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা চলছে। খবরে বলা হয়, বিশ্বজুড়ে নতুন করে যে রাশিয়াফোবিয়া সৃষ্টি করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ৭৬ বছর আগে সোভিয়েত বাহিনীর কাছে জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। রোববার এ উপলক্ষে আয়োজিত প্যারেডে পুতিন রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় সবকিছু করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে যে রাশিয়াফোবিয়া তৈরি হচ্ছে তার নিন্দা জানান তিনি। এসময় রাশিয়ার সর্বাধুনিক অস্ত্রের প্রদর্শনি চলে। প্যারেডে অংশ নেন ১২ হাজার সেনা সদস্য। তাদের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়া বরাবরই আন্তর্জাতিক আইন মেনে চলেছে। একইসঙ্গে নিজের জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায়ও সচেষ্ট থেকেছে। অবশ্য গত বছর করোনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এ বছরও করোনা মহামারি রয়েছে, তবে তারিখ পেছানোর প্রয়োজন মনে করেনি মস্কো। কুচকাওয়াজে ১২ হাজারের বেশি রুশ সামরিক সদস্য অংশ নিয়েছে। এছাড়া ৭৬টি বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া দিয়েছে। কুচকাওয়াজ চলাকালে আকাশে রঙিন ধোঁয়া উড়িয়ে রাশিয়ার পতাকা আঁকেন শুখোই-২৫ জঙ্গিবিমানের পাইলটেরা। আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ