Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতার মন্ত্রিসভায় আসছেন একঝাঁক নতুন মুখ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১০:২০ পিএম

পশ্চিমবঙ্গে রাত পোহালেই মন্ত্রিসভার শপথ। স্বাভাবিক ভাবেই ওপার বাংলার মানুষের মনে কৌতূহল চরমে। প্রশ্ন উঠছে মন্ত্রিসভায় কোন চমক থাকছে, তাই নিয়েই চলছে নানা জল্পনা। স্থানীয় সময় আগামীকাল সকাল ১০টা ৪৫ মিনিটে রাজভবনের থ্রোন হলে মন্ত্রীসভার শপথগ্রহণ হবে। রাজভবনে মোট ৪৩ জন মন্ত্রীর তালিকা জমা দেওযা হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন। মোট ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে স্বাধীন দফতর পাচ্ছেন ১০ জন।

তবে মন্ত্রিসভায় থাকছেন না কোনও চলচ্চিত্র তারকা। নেই মদন মিত্র, নির্মল মাঝিদের নামও। সূত্রের খবর, এবার মন্ত্রিসভায় নতুন মুখ অন্তত ১৬জন। যেমন- অখিল গিরি, বুলু চিক বরাইক, শিউলি সাহা, পুলক রায়, হুমায়ুন কবীর, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি. দীলিপ মণ্ডল-রা থাকছেন নতুন মুখ হিসেবে।অন্যদিকে থাকবেন বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক। কারা যাচ্ছেন মমতার মন্ত্রিসভায়-

পূর্ণ মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে থাকছেন যারা- সুব্রত মুখোপাধ্য়ায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম হাজরা, মানস ভুঁইয়া, মলয় ঘটক, সৌমেন কর মহাপাত্র, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, ব্রাত্য বসু, শশী পাঁজা, গোলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত

রাজ্যমন্ত্রী হিসেবে থাকছেন বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাটার্য, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলু চিকি বারাইক, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, রাজ্যমন্ত্রী, দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎসনা মান্ডি, পরেশচন্দ্র অধিকারী, মনোজ তিওয়ারি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম বঙ্গ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ