Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিকা সঙ্কট : প্রেসিডেন্টের পদত্যাগ দাবি গুয়েতেমালায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০২ এএম

কোভিড-১৯ টিকার ঘাটতির দায়ে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলিজান্দ্রো গিয়ামমেট্টির পদত্যাগের দাবিতে শনিবার রাজধানীতে অনেক লোক বিক্ষোভ করেছে। বিক্ষোভে যোগ দেয়া ৪৮ বছর বয়সের কারলা পিরেজের হাতের ব্যানারে লেখা রয়েছে, আমরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি এবং ভ্যাকসিনের টাকা কোথায় গেল তা জানতে চাই। ব্যাপক পুলিশ পাহারাধীন ন্যাশনাল প্যালেসের সামনে এক প্রতিবাদ সমাবেশে ব্যানার হাতে ওই নারী বিক্ষোভকারী বলেন, ভ্যাকসিন বাহুতে দেয়ার জন্য, পকেটে রাখার জন্য নয়। গত ফেব্রুয়ারি থেকে গুয়েতেমালায় ৬ লাখ ৫৮ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন এসেছে, এর কিছু কেনা, কিছ দান থেকে এসেছে। দেশটির জনসংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশী। অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দেশটির একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সান কার্লোসের এসোসিয়েশন অব ইউনিভার্সিটি স্টুডেন্ট (এইইউ) নেতা জর্জ বুকারো বলেন, অর্থ ব্যবহারে সরকার অত্যন্ত অস্বচ্ছ। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ৭ হাজার ৬৯৫ জনের মৃত্যু এবং ২ লাখ ৩৩ হাজার ৬৯৬ জন আক্রান্ত হয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ