Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুয়েতেমালার পার্লামেন্টে বিক্ষোভকারীদের আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১১:৫৫ এএম

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা বিতর্কিত বাজেট বাতিল ও দুর্নীতিগ্রস্থ পার্লামেন্ট সদস্যদের পদত্যাগের দাবীতে উত্তাল। বিক্ষোভের সময় একদল বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে। এসময় ভবনটিতে ভাঙচুরও চালায় তারা।
জানা যায়, দেশটিতে গত বুধবার রাতে দেশটিতে বাজেট পাস হয়। তারপর থেকেই প্রতিবাদে রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা। শনিবার যা আরো জোরদার হয়। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
তাদের অভিযোগ, বাজেটে বড় বড় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সেখানে দুর্নীতির সুযোগ করে দিতে সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলোকে কাজ দেওয়া হয়েছে।
অথচ গুয়েতেমালায় কোভিড-১৯ মহামারীর কারণে সামাজিক ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার গুরুত্ব দেয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
তারা প্রেসিডেন্টে আলেজান্দ্রো গিয়ামেত্তাই পদত্যাগেরও দাবি তুলেছে। স্থানীয় সময় শনিবার দেশটির ভাইস প্রেসিডেন্টও বাজেটের বিরোধিতা করেন।
বাজেটে দেশটির অপুষ্টি প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাতিল করে দেয় সরকার। যদিও প্রতিবাদের মুখে তা আবার ফেরানো হয়। কিন্তু তাতে বিক্ষোভের আগুন নেভেনি।
গত মাসে গুয়েতেমালায় বড় ধরনের দুটি ঘূর্ণিঝড় আঘাত হানে। তাতে দেশটির অর্থনৈতিক অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। এরপর বন্যা-ভূমিধসে ঘরছাড়া হয়েছেন লাখ-লাখ মানুষ। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ