বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরের ট্রাকরোডে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৭) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ৯ মে রোববার বেলা সাড়ে ১২ টায় শহরের নিউ ট্রাক রোডস্থ মস্তান বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বাড়ির জাকির হোসেন রঞ্জু মস্তানের ছেলে।
নিহত শিশুর সহপাঠী নিশান ও ইব্রাহিম জানান, রোববার বেলা ১২ টার দিকে তারা ওই বাড়িতে থাকা একটি পুকুরে সবাই মিলে গোসল করছিল। গোসলের সময় ওমর ফারুক একটি প্লাস্টিকের খালি তেলের গ্যালননি নিয়ে সাঁতার কাটছিলো। সাঁতারের সময় হঠাৎ তার হাত থেকে ওই ওই প্লাস্টিকের গ্যালনটি ছুটে গেলে সে সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে যায়।
এদিকে তার সহপাঠীরা বিষয়টি শিশুর স্বজনদেরকে জানালে তারা তাৎক্ষণিক দৌড়ে গিয়ে ওমরকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির এমন করুণ মৃত্যুতে ঐ এলাকার শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।