Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের করোনা রোগীরা ভয়ংকর ছত্রাকের আক্রমণে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১১:০৬ এএম

বর্তমানে ভারতের জন্য কোনে সুখবর নেই। দিন দিন ভারতে করোনা রোগীদের শরিরে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। এমনিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল অবস্থায় রয়েছে ভারত। বিপর্যয় মোড় নিয়েছে। তখনি জানানগেল ভাইরাস আক্রান্তদের শরীরে ঘটছে ভয়ংকর ছত্রাকের সংক্রমণ।

বিজ্ঞানের পরিভাষায় এ ছত্রাককে বলা হচ্ছে ‘মিউকোরমাইকোসিস’। ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ নামেও এর পরিচিতি রয়েছে। মূলত গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্রে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

দেশটির সংবাদ সংস্থার খবর অনুসারে, এখনো পর্যন্ত আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রোগে সংক্রমিত ৬৭ জনের সন্ধান পাওয়া গেছে। সর্বশেষ ২০ দিনের মধ্যে এই সংক্রমণ ঘটেছে। এদের মধ্যে ৪৫ জনের অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, দৈনিক ৬-৭টি অস্ত্রোপচার করতে হচ্ছে তাদের।

এ জটিলতায় মৃত্যুর ঘটনাও কম নয়। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত মিউকোরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্ত ২০০ জনের চিকিৎসা চলছে বলে দাবি করেছে একটি সংবাদ সংস্থা।

দিল্লির একটি প্রথম সারির হাসপাতাল থেকে বলা হচ্ছে, করোনার সঙ্গে এই সংক্রমণ জুড়ে যাওয়ায় নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের।

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক মণীশ মুনজাত বলেন, ‘‘আমাদের হাসপাতালে শেষ দু’দিনে ৬ জন মিউকোরমাইকোসিস নিয়ে ভর্তি হয়েছেন। আক্রান্তদের দ্রুত ওজন কমছে, দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, নাক ও থুতনির হাড়ের ক্ষতি হচ্ছে।’’

একই হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ অজয় স্বরূপের মতে, ডায়াবেটিসে আক্রান্ত যে করোনা রোগীদের স্টেরয়েড দেওয়া হচ্ছে, তাদের শরীরে এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

এমসের প্রধান রণদীপ গুলেরিয়া এই দাবির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘করোনার কারণে মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে। সেই কারণেই নানা রকম ফাঙ্গাল ও ব্যাক্টেরিয়াল সংক্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। তার মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের শরীরে এই সংক্রমণ ঘটনার সম্ভাবনা আরও বেশি। তার ওপর টানা স্টেরয়েড শরীরে প্রবেশ করার ফলে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই কারণেই এই ধরনের ফাঙ্গাল সংক্রমণ তৈরি হচ্ছে।’’



 

Show all comments
  • দুলাল ৯ মে, ২০২১, ৩:১৮ পিএম says : 0
    আল্লাহ সবাইকে হেফাজত করুক
    Total Reply(0) Reply
  • কামরুজ্জামান ৯ মে, ২০২১, ৩:১৮ পিএম says : 0
    আমরা সচেতন না হলে আমাদের এরকম দুর্ভোগ হতে পারে
    Total Reply(0) Reply
  • খাইরুল ইসলাম ৯ মে, ২০২১, ৩:১৯ পিএম says : 0
    আসুন সবাই সচেতন হই, আল্লাহর কাছে সাহায্য চাই
    Total Reply(0) Reply
  • গোলাম কাদের ৯ মে, ২০২১, ৩:২০ পিএম says : 0
    একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামিনই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ