পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে মা মাছ নিধনে চোরা শিকারিদের পাতা আরো এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নদীর সাত্তারঘাট থেকে আজিমের ঘাটা এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে হাটহাজারী উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, সাত্তারঘাট থেকে আজিমের ঘাটা এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত চার বছরে হালদায় মোট ১৭১টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে তোলা এক লাখ ১৫ হাজার ঘনফুট বালু, তিন লাখ এক হাজার মিটার ঘেরা জাল এবং ছয়টি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া প্রায় তিন কিলোমিটার বালু উত্তোলনের পাইপ, একটি ট্রাক্টর, ১৫টি ড্রেজার ও ৫৩টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৬৬ হাজার টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।