মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা শুক্রবার বিশ্বজনীন সহযোগিতা বৃদ্ধি, বিশ্বের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভাবনীয় মহামারিজনিত সঙ্কট উত্তরণে বৃহত্তর সহযোগিতার আহবান জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা এ আহবান জানান। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে। তবে, বৃহত্তর সহযোগিতার বিষয়ে একমত পোষণ করলেও বহুপক্ষীয় হুমকির বেলায় কে দায়ী, সে ব্যাপারে তারা ভিন্ন মত ব্যক্ত করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষমতাধর তিন দেশের শীর্ষ কূটনীতিকেরা এই প্রথম ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র প্রথম যৌথ ভার্চুয়াল সম্মেলনে সভাপতিত্ব করেন এ মাসের পরিষদ সভাপতির দায়িত্বে থাকা ওয়াং ই। এপি, ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।