মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধক টিকা স্পুটনিক-৫’কে একে-৪৭ বন্দুকের মতো নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে। উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গলিকভার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে করোনার টিকা নিয়ে এ মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ‘কয়েক দশক ধরে ওষুধ উৎপাদনে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তা এখনও আধুনিক ও উন্নত। সন্দেহ নেই এগুলোই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং নিরাপদ। রাশিয়ার ভ্যাকসিন একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য। এটি আমরা বলছি না। এই কথা বলেছেন ইউরোপীয় বিশেষজ্ঞ। আমিও মনে করি তিনি একেবারেই সঠিক।’ বিশ্বের সবচেয়ে পরিচিত এবং অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র হলো একে-৪৭। এটাকে বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র বলা হয়ে থাকে। এর নকশা করেছিলেন মিখাইল কালাশনিকভ। উল্লেখ্য, গত বছর রাশিয়াই আনুষ্ঠানিকভাবে প্রথম করোনার টিকা ‘স্পুটনিক-ফাইভ’ অনুমোদন করে। এছাড়া করোনা মহামারি মোকাবিলায় এখন পর্যন্ত নিজ দেশে উৎপাদিত চারটি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।