Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিটেন আগস্ট মাসের মধ্যেই করোনামুক্ত হবে : ক্লাইভ ডিক্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৭:৩০ পিএম

ব্রিটেন আগামী আগস্ট মাসের মধ্যেই করোনামুক্ত হবে বলে দাবি করেছে দেশটির সরকার। গতকাল শুক্রবার ব্রিটেনে টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ভ্যাকসিন টাস্ক ফোর্স’-এর সদ্য সাবেক প্রধান কর্মকর্তা ক্লাইভ ডিক্সএমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ‘করোনাভাইরাসের নতুন স্ট্রেইনগুলির প্রতিরোধী টিকা ব্যবহার করেই করোনামুক্ত হবে ব্রিটেন। -মেট্রো

জুলাইয়ের শেষে ব্রিটেনের প্রতিটি ব্যক্তিকেই কমপক্ষে একটি টিকা দেওয়া সম্ভব হবে। আর করোনার সব স্ট্রেইন বা ধরন প্রতিরোধের ক্ষমতাসম্পন্ন টিকা দেওয়া চলতি বছরের শেষপর্ব থেকে শুরু হতে পারে।’ ক্লাইভ আরও বলেন, আমি বিশ্বাস করি, ‘২০২২ সালের প্রথম থেকে ফের নতুন করে গণ টিকাদান কর্মসূচি শুরু হবে।’ উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ব্রিটেনে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সে সময় থেকেই ওই কর্মসূচির দায়িত্বে ছিলেন ক্লাইভ। গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ