Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি শাহীনূর পাশাকে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৫:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটে নাশকতার সঙ্গেও পুলিশ সংশ্লিষ্টতা পেয়েছে তার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র জিসানুল এ তথ্য জানান। বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদ থেকে সিআইডি ঢাকার একটি টিম গ্রেফতার করে শাহীনুর পাশা চৌধুরীকে। এসময় রমজানের শেষ ১০ দিনের এতেকাফে ওই মসজিদে অবস্থান করছিলেন তিনি। সিআইডি কর্মকর্তা জিসানুল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় যে তান্ডব চালিয়েছে এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তার। তাই গ্রেফতার করা হয়েছে তাকে। এছাড়াও সুনামগঞ্জ ও সিলেটের নাশকতার সঙ্গেও রয়েছে তার সংশ্লিষ্টতা। ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে নেয়া হয় তাকে। পুলিশ জানায়, হেফাজতের নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ