Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় সাজাপ্রাপ্ত আসামী শিউলি গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৪:৫২ পিএম

ফতুল্লায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসাম্মৎ শিউলি বেগম (৪৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬মে) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোসাম্মৎ শিউলি ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকাট মোঃ জুলহাসের স্ত্রী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস,আই আসাদ ও এস,আই মিনারুল সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসাম্মৎ শিউলি বেগম কে গ্রেফতার করে।

ফতুল্লা থানার এস,আই আসাদ জানায়, সি,আর৯৮২/২০১৭ ইং মামলায় নারায়নগঞ্জ জেলা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত গ্রেফতারকৃতের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদানের আদেশ দেন।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা ধর্মগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ