বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুমাতুল বিদা’ পালন করেছেন সিলেটে ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন মুসলমানরা। রমজানে বিদায়ী জুমা হিসেবে ‘জুমাতুল বিদা’ রোজাদারদের কাছে গুরুত্ব ব্যাপক। জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে পাঠ করেন ‘খুতবা’। বয়ানে আগামী দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা দেন খতিবরা।সেই সাথে রমজানের বরকত ফজিলদ বর্ণনা করেন। পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে হজরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় সিলেটের বৃহত্তম জুমার জামাত। এছাড়া হযরত শাহপরাণ (র:), বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদার পাড়া জামেয়া মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, টিলাগড় জামে মসজিদ, নয়াসড়ক জামে মসজিদ, কুমারপাড়া জামে মসজিদ সহ প্রত্যেক মসজিদে অনুষ্টিত হয় বিশেষ মোনাজাত। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরের আঙ্গিনার ও দরগাহ’র রাস্তায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিটি মসজিদে মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি করোনামুক্তির জন্য করা হয় মোনাজাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।