বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় গাজা চাযের অভিযোগে একজনের এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাজা চাষীর নাম মোঃ খোকা মিয়া (২৮)। সে উপজেলার উত্তর মিলনপুর গ্রামের এজাহার মল্লিক এর ছেলে। গাজা চাষের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার তাকে আটক করা হয়।
জানাযায়, উপজেলার উত্তর মিলনপুর গ্রামে গাজা চাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ খোকা মিয়াকে আটক করা হয়। এসময় বাড়ীর আঙ্গিনায় রোপণ করা দুটি গাজা গাছ উদ্ধার করা হয়।
এব্যাপারে দীঘিনালা থানার এসআই জনি কান্তি দে জানান, বাড়ীর আঙ্গিনায় গাজা গাছ রোপণ করে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়| পরে সেখানে গিয়ে বস্তার নিচ থেকে গাছগুলি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সাজা প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।