Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় নদী খননে কোন প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না : এমপি বাবু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৯:৫৩ পিএম

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, পাইকগাছা উপজেলার লতার উলুবুনিয়া নদী খনন কার্যক্রমে কোন প্রকার দুর্নীতি বরদাশত করা হবেনা। শিডিউল অনুযায়ী খননের ক্ষেত্রে ৮০ ফুট প্রস্থ ও ৫ ফুট গভীরতা রাখতে হবে। নদী খনন কার্যক্রমে এলাকার সকল স্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। পর্যায়ক্রমে উলুবুনিয়া নদী খননের ন্যায় এ অঞ্চলের সকল মরা নদী খনন করা হবে।

শামুকপোতা দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে লতা উলুবুনিয়া নদী খনন কাজের উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এসব কথা বলেন।

জেলা মৎস্য অধিদপ্তর বাস্তবায়নে ও পাইকগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, লতা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, লতা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, গোলক বিহারী মন্ডল, লতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুলকেশ কুমার মন্ডল, যুবলীগের শাহীন কাগজী, যুবলীগ নেতা মৃগাঙ্ক বিশ্বাস, ফারুক হোসেন, কুমারেশ মন্ডল, প্রদীপ অধিকারী প্রবহ, জি এম সামাদ, দিদারুল ইসলাম দিদার ও মফিজুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ