Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদা নদীতে ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৭:৫০ পিএম

মাছের ব্যাংক খ্যাত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৫০০ মিটার নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

তিনি বলেন, নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। এপ্রিল মাস থেকে হালদায় প্রজনন মৌসুম শুরু হয়েছে। এ জন্য নদীতে মা মাছ আসা শুরু করেছে। নদীকে ঘিরে থাকা একটি অসাধু চক্র মা মাছ শিকারে তৎপর। তাই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান, আইডিএফ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ