বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইউপি সচিব সৈদয় আহম্মদের (৬৬) মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের চুরনবী গ্রামের হাবীব উল্যাহ খলিফার বাড়ির মৃত হাবীব উল্যার ছেলে এবং কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার সকাল পৌনে ১০টায় তিনি ঢাকার কে.আর মেডিকেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এর আগে, এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মেঝো ছেলে মো.দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত (২ মে) নোয়াখালী জেনারেল হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয় এবং (৪ মে ) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।