মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফের ধীরে ধীরে ঘরবন্দী হয়ে পড়ছে মানুষ। দ‚রে কোথাও বেড়াতে যাওয়া হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান- সমস্ত পরিকল্পনা পÐ। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা অনেক বেশি হওয়ার ফলে আতঙ্কও অনেক বেশি। কিন্তু এমন পরিস্থিতিতে সকলে কি আর পরিকল্পনা মুলতবি রাখছেন? ভারতের বিহারের বেগুসরাইয়ের একটি বিয়ের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কীভাবে সামাজিক দ‚রত্ব মেনে নিয়েও মালাবদল করছেন বর-বধ‚! অভিনব এই বিবাহ অনুষ্ঠান দেখে বিস্মিত নেটিজেনরা। ছত্তিশগড়ের অতিরিক্ত পরিবহন কমিশনার দীপাংশু কাবরা টুইটারে শেয়ার করেছেন এই মজাদার ভিডিওটি। কী দেখা যাচ্ছে ভিডিওয়? দেখা যাচ্ছে বিয়ের আসরে মাস্ক পরে বর ও বধ‚। দু’জনের কাছেই রয়েছে ছোট বাঁশের লাঠি। ওই লাঠির সাহায্যেই একে অপরের গলায় মালা পরিয়ে দিচ্ছেন তারা! এমন আশ্চর্য উপায়ে মালাবদল দেখে অবাক সবাই। এই করোনাকালে এমন অনেক অদ্ভুত বিয়ের আসর অবশ্য এর আগেও দেখা গেছে। কয়েক দিন আগেই দেখা গিয়েছিল বর-বধ‚ তো বটেই, পুরোহিত এবং বাকিরাও সম্প‚র্ণ পিপিই কিট পরে বিয়ের আসরে হাজির হয়েছিলেন। পাত্র করোনা আক্রান্ত বলেই এমন ব্যবস্থা। কিন্তু এই ভিডিও যেন তার চেয়েও বেশি অবাক করা। তাই স্বাভাবিকভাবেই তা ভাইরাল হতে সময় লাগেনি। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।