Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের টিকা অনুমোদনের ব্যাপারে এ সপ্তাহেই ডব্লিউএইচওর সিদ্ধান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৮:২০ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে চীনের দুটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কি না, এ বিষয় চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ম্যারিয়াংগেলা সিমাও বলেন, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার ওপর ডব্লিউএইচও’র কারিগরি পরামর্শকরা কাজ করছেন। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসার আগে কিছু চূড়ান্ত কার্যক্রম বাকি আছে। -ডেইলি সাবাহ, দ্য হিন্দু

তিনি বলেন, প্রথমে সিনোফার্ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, পরে আসবে সিনোভ্যাক। কিছু দেশ তাদের টিকা কার্যক্রম শুরু করতে এই সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিনোভ্যাক সোমবার বলেছে, তাদের করোনাভ্যাক টিকা নিরাপদ এবং তিন থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এটা কার্যকর। শিশু ও কিশোরদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম এই টিকা। এখন পর্যন্ত চীন ও তুরস্কসহ ১৮টি দেশে সিনোভ্যাকের সাত কোটি ডোজ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ