Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাঁঠালবাড়িয়ায় স্পিডবোট দুর্ঘটনায় ২৭ জন নিহতের দুইজন ফরিদপুরের

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১:৫১ পিএম

মাদারীপুরের শিবচরের কাঠালবাড়িয়ায় যাত্রীবাহী স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৭ জন নিহতের দুই জনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। নিহতরা হলেন উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের আরজু সরদার (৫০) ও তার ছেলে ইয়ামিন (৩)।

স্থানীয়রা জানায়, শ্বাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে তার জানাজায় অংশ নিতে ঢাকা থেকে বউ আদরী বেগম ও তার স্বামী এবং ৩ বছরের ছেলে ইয়ামিনকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার চরপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল সে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই শিবচরের যাত্রীবাহী স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় স্বামী ও সন্তানকে হারালেন তিনি। ভাগ্যক্রমে বেঁচে যান আদরী বেগম।

বোয়ালমারীর শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (৩ মে) বিকেলে নিহত পিতা-পুত্রের লাশ নেওয়া হয় উপজেলার মাগুরা গ্রামের আরজুর নিজ বাড়িতে। বাপ ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সন্ধ্যা ৬ টার দিকে তাদের লাশ দাফন করা হয়।

নিহত আরজু ঢাকায় ছোটখাটো ব্যবসা করতেন। বউ ছেলে নিয়ে ঢাকাতেই থাকতো। শ্বাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে শ্বশুর বাড়ি আসছিলেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ