গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শ্বাসকষ্ট অনুভব করায় করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তরের খবর প্রচারিত হওয়ার পর থেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন নেতাকর্মী ও ভক্ত-সমর্থকরা। এসব পোস্টে তারা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির ফরিয়াদ জানান। পাশাপাশি দেশবাসীকেও দোয়া করার আহ্বান জানান।
সোমবার সকালে শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হেসেন। সোমবার (০৩ মে) রাত সাড়ে ৭টায় হাসপাতালে বেগম জিয়ার সাথে সাক্ষাত করে এসে তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার সকালের দিকে তিনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। তার চিকিৎসার দায়িত্বে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর উনাদের সিদ্ধান্তে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। উনি দেশবাসীর কাছে উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি নেত্রী ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি সোমবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘‘ম্যাডাম
আল্লাহর রহমত এ আপনার খারাপ কিছু হতে পারে না। কারণ! আপনার উপর লক্ষ কোটি মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া আছে আকুতি আছে
ভালবাসা আছে..এ কখনও বৃথা যেতে পারে না। আমি জানি আপনি সাহসী এককথায় লৌহ মানবী। আপনি এ অন্ধকার বৈতরণী পার হবেনই ইনশাআল্লাহ।
আমিন।’’
দোয়ার আহ্বান জানিয়ে হাসান মোল্লা লিখেছেন, ‘‘শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে মমতাময়ী মা বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হসপিটালের বেড থেকে আইসিওতে স্থানান্তরিত করা হয়েছে সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআ'লা উনাকে দ্রুত সুস্থতা দান করেন আমিন।’’
সুস্থতা কামনা করে সৌমিত্র ভট্টাচার্য্য লিখেছেন, ‘‘একজন "মা", একজন আপোষহীন নেত্রী, একজন বীর মুক্তিযোদ্ধা বীরবিক্রমের স্ত্রী আপনি। সাবেক প্রধানমন্ত্রী আপনি। আপনি সুস্থ হয়ে উঠুন ফিরে আসুন সবার মাঝে, আবার নেতৃত্ব দিন বলিষ্ঠভাবে এই কামনা করি। এগিয়ে নিন BNP কে আগের মতো,,।’’
শরিফ মোহাম্মাদ সাইফুল্লাহর আকুতি, ‘‘মহান রবের নিকট ,, গণতন্ত্রের মানসকন্যা , বাংলাদেশের মাটি ও মানুষের আস্থার প্রতীক,সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।’’
দুঃখ প্রকাশ করে রুবানা সাইফুল্লাহ লিখেছেন, ‘‘ভদ্রমহিলাকে অনেক কস্ট দিলো সরকার। এক ছেলে মারা গেছে, জীবনের শেষ সময়টাতে আরেক ছেলেকেও পাশে পেলেন না। দুয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন আর পরিবার পরিজনের সাথে একত্রিত হতে পারেন।’’
হেলাল মাসুদ লিখেছেন, ‘‘দোয়া ছাড়া এই মূহুর্তে আর কিচ্ছু করার নাই, মহান মাবুদের দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ যেনো তার সকল ভক্তের অশ্রুসিক্ত আকুতি কবুল করে উনাকে সুস্থ করে দেন, আমিন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।