Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সউদী বাদশাহর নামে মসজিদ হচ্ছে পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানে সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে বিশাল মসজিদ নির্মাণ করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে আরব নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিগগিরই শুরু হচ্ছে মসজিদটির নির্মাণকাজ। যার পুরো অর্থ দিচ্ছে সউদী রাজকীয় সরকার। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভাসিটি ড. মাসুম ইয়াসিনজাই জানান, সউদী আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি আরও জানান, বিশাল এ মসজিদে একসঙ্গে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এদের মধ্যে ১০ হাজার পুরুষ ও দুই হাজার নারী মুসল্লি নামাজ পড়তে পারবেন। মসজিদের পাশে নির্মাণ করা হবে সুবিশাল কমপ্লেক্স। এ ছাড়া সউদী যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নামে তৈরি হবে বিশাল লাইব্রেরি, জাদুঘর ও মিলনায়তন। এই মসজিদ নির্মাণেই ৩৩ লাখ মার্কিন ডলার দিচ্ছে সউদী আরব। এদিকে পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্মবিষয়ক উপদেষ্টা হাফিজ তাহির আশরাফি এই মসজিদ নির্মাণ করে দেয়ার জন্য সউদী রাজকীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ