বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলমান লকডাউনে বিভিন্ন মামলায় অধস্তন আদালত থেকে জামিনপ্রাপ্তদের জামিনের মেয়াদ আরো ৪ সপ্তাহ করে বাড়ানো হয়েছে। গতকাল রোববার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে কিংবা যেসব মামলায় উচ্চ আদলত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে, সেসব মামলার জামিন ও সকল প্রকার অন্তর্বর্তীকালিন আদেশসমূহের কার্যকারিতা পরবর্তী ৪ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল ও ১৮ এপ্রির পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে সব আসামিদের জামিনের মেয়াদ দুই সপ্তাহ করে বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।