Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভারতের ওড়িশায় ১৪ দিনের লকডাউন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ১:০৮ পিএম

করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের মতো বেসামাল অবস্থা তৈরি হয়েছে ওড়িশাতেও। এমন অবস্থায় সেই সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ১৪ দিনের লকডাউন জারি করেছে ওড়িশা সরকার। ৫ মে থেকে সে রাজ্যে শুরু হবে লকডাউনের কড়াকড়ি। তা চলবে ১৯ মে পর্যন্ত।
এই ১৪ দিন স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া সাধারণ মানুষকে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে থেকে কিনতে হবে দৈনন্দিন জিনিসপত্র।
ওড়িশাতে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত হচ্ছিলেন ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে। সেখানে সক্রিয় রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। সেই পরিস্থিতিতেই নবীন পট্টনায়কের শাসনাধীন রাজ্যে জারি হল লকডাউন। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ