মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংক্রমণের চেন ভাঙতে ভারতে কয়েক সপ্তাহের লকডাউন চেয়েছেন আমেরিকান প্রেসিডেন্টের চিকিৎসা সংক্রান্ত উপদেষ্টা অ্যান্টনি ফাউচি। তাঁর বক্তব্য ভারতে এখন যা অবস্থা সেখানে আগামী দুসপ্তাহের মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে হবে। অক্সিজেনের সঙ্কটের মোকাবিলায় ইমারজেন্সি গ্রুপ তৈরির প্রয়োজন রয়েছে। আমেরিকা এবং অন্যান্য দেশ ভারতকে অক্সিজেন, পিপিই এবং ভেন্টিলেটর দিয়ে সাহায্য করেছে।
চীনের উদাহরণ টেনে তিনি বলেছেন, যখন করোনা ছড়িয়ে পড়েছিল তখন হাসপাতালে জরুরি ইউনিট তৈরি থেকে স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করার কাজ করেছিলেন চীনারা। যা অবাক করে দেওয়ার মতো। তাঁর মতে জরুরি ভিত্তিতে সামরিক বাহিনীকে কাজে লাগানো। কারণ এই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে ওষুধ থেকে সবকিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারে এঁরাই। এই পরিস্থিতিতে এখন যে কাজ করতে হবে তা যুদ্ধকালীন পরিস্থিতিতেই করতে হবে। তিনি স্পষ্ট বক্তব্য যত বেশি সংখ্যক মানুষ টিকা নেবেন ততই পরিস্থিতি পাল্টাবে।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাউচি জানিয়েছেন, ভারতে সম্ভবত সময়ের আগেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করা হয়ে গিয়েছিল। তাঁর মতে, ‘‘এখন যতটা সম্ভব দেশে কাজকর্ম বন্ধ করা উচিত। ছ’মাসের জন্য লকডাউন করলে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কয়েক সপ্তাহের লকডাউনেও সংক্রমণের প্রকৃতির উপরে বড় প্রভাব পড়তে পারে। কেউই লকডাউন করতে চান না। কিন্তু লকডাউন করলে শেষ পর্যন্ত সংক্রমণ কম হতে পারে।’’
টিকাকরণের বিষয়ে ভারত এখনও অনেক পিছিয়ে আছে বলে মনে করেন ফাউচি। তাঁর মতে, ভারত যদি এখনও পর্যন্ত জনসংখ্যার মাত্র ২ শতাংশকে প্রতিষেধকের আওতায় এনে থাকতে পারে, তা হলে অনেক পথ হাঁটা বাকি। তাঁর বক্তব্য, ‘‘বিশ্বে অনেক সংস্থারই হাতে এখন প্রতিষেধক রয়েছে। তাদের সঙ্গে চুক্তি করতে হবে। অন্য দিকে ভারতই সর্বোচ্চ প্রতিষেধক উৎপাদনকারী দেশ। প্রতিষেধক উৎপাদনে নিজেদের ক্ষমতাও বাড়ানো উচিত।’’ সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।