Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় স্টেডিয়ামকে করোনা হাসপাতালে রূপান্তর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ৯:৪০ এএম | আপডেট : ১০:২২ এএম, ২ মে, ২০২১

করোনাভাইরাস নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের কিশোর ভারতী স্টেডিয়ামকেই কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো। এতদিন কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে সেফ হোম হিসেবে ব্যবহার হচ্ছিল। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যাদবপুর স্টেডিয়াম তথা কিশোর ভারতীয় স্টেডিয়ামকে অস্থায়ী কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে।
গতকাল শনিবার দুপুর দেড়টা নাগাদ আনুষ্ঠানিকভাবে কিশোর ভারতী স্টেডিয়ামে কোভিড হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মেডিকা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আইটিসির সহযোগিতায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ২০০টি কোভিড বেডের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত ৩০০ কোভিড বেডের সুবিধাও পাওয়া যাবে এই হাসপাতালে। এছাড়া জেনারেল ওয়ার্ডের পাশাপাশি করোনা সংক্রান্ত সকল সুবিধাদি থাকবে এ হাসপাতালে। এই উদ্যোগে সব ধরনের সহায়তা করেছে আইটিসি লিমিটেড। এই খবর টুইট করে জানিয়েছে ওই বহুজাতিক সংস্থাটি।
রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার (১ মে) রাতে স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন। এ নিয়ে টানা ৪ দিন ধরে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার বা তার বেশি ছাড়িয়ে গেল। আর এদিন প্রথমবারের মতো একদিনে শতাধিক রোগীর মৃত্যু হয়েছে।
এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে করোনা রোগীদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হাসপাতালের বেড যাতে অপ্রতুল না হয়ে পড়ে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি কোভিড রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদা মেটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • জব্বার ২ মে, ২০২১, ৯:৪৬ এএম says : 0
    খুব ভালো কাজ করেছেন তারা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ