Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা চট্টগ্রামে ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ৫:৫২ পিএম

চট্টগ্রামে নকল স্বর্ণের বার দেখিয়ে আসল স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জনৈক শুক্লা দে ও তার সঙ্গী গোপী বিশ্বাস (৪০) দামপাড়া ওয়াসা মোড়স্থ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী। তারা দুইজন বৃহস্পতিবার কোতোয়ালী মোড় থেকে মোঃ জালাল মিয়ার (২৮) রিক্সায় চকবাজার থানাধীন গোল পাহাড় মোড়স্থ ডাচ বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে সিডিএ বিল্ডিংয়ের গেইটের একটু সামনে পৌঁছামাত্র রিক্সার সামনে রাস্তার উপর থেকে প্যাকেটে মোড়ানো একটি স্বর্ণের বার পেয়ে রিকশাচালক পকেটে নিয়ে নেয়। এসময় কোতোয়ালী থানাধীন নন্দনকানন ডিসি হিলস্থ বন সংরক্ষণ কার্যালয়ের গেইটে সামনে রিক্সাটি পৌছালে রিক্সাচালক তার রিক্সার চেইন নষ্ট হয়ে গেছে বলে শুক্লা দে ও গোপী বিশ্বাসকে তাদের পিছনে থাকা আরেকটি রিক্সা ঠিক করে দেয়। রিক্সা ঠিক করে দেওয়ার সময় রিকশাচালক দুইজন বলে আমরা গরিব মানুষ এত ওজনের স্বর্ণ দিয়ে কি করব, দিদি আমাদের কিছু টাকা-পয়সা অথবা স্বর্ণালংকার দিয়ে আপনারা এই স্বর্ণের বারটি রেখে দেন। শুক্লা দে সরল বিশ্বাসে তাদের কথায় রাজি হয়ে সাথে থাকা ১ জোড়া ৩ আনা ওজনের কানের দুল, ১টি ৪ আনা ওজনের আংটি, ও নগদ ৪০০ টাকা দিয়ে প্যাকেট করা স্বর্ণের বারটি নিয়ে নেয়। এ সময় প্রথম রিকশার চালক মোঃ জালাল মিয়া তার কাছ থেকে ৭০ টাকা ভাড়ার মধ্যে ২০ টাকা নেয়। পরবর্তীতে তারা রিক্সা যোগে কোতোয়ালী থানাধীন মোমিন রোডস্থ সাহাবুদ্দিন ডেকোরেটর্সের সামনে রাস্তার উপর পৌছলে রিকশাচালক রিক্সার চেইন নষ্ট হয়ে গেছে বলে তাদেরকে রিক্সা থেকে নামিয়ে দেয়। রিক্সা ভাড়া বাবদ ৫০ টাকা দিয়ে রিক্সা থেকে নামার সাথে সাথে চোখের পলকের মধ্যে রিকশাচালক মোঃ কবির হোসেন (৩২) তার রিক্সা নিয়ে উধাও হয়ে যায়। তাদের আচরণ সন্দেহ হলে তারা অন্য একটি রিক্সা নিয়ে পুনরায় একই পথে কোতোয়ালী থানাধীন নন্দন কানন ডিসি হিল বন সংরক্ষণ কার্যালয়ের সামনে আসলে মোঃ জালাল মিয়াকে সেখানে দেখতে পেয়ে তাকে তাদের দেওয়া স্বর্ণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো কথাবার্তা বলতে থাকে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় উল্লেখিত স্বর্ণালংকার ও নগদ টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে ছলচাতুরী করে স্বর্ণ গুলো এনে দেওয়ার কথা বলে রিক্সা নিয়ে কৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়

আসামীদ্বয় পরস্পর যোগসাজশে নকল স্বর্ণের বার দেখিয়ে খাঁটি স্বর্ণ ও নগদ টাকা প্রতারণা পূর্বক আত্মসাৎ করেছে। পরবর্তীতে শুক্লা দে শুক্রবার তাদের সিনেমা প্যালেস মোড়ে দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে। তারা ঘটনার কথা স্বীকার করে। তাদের হেফাজতে থাকা ১টি রিক্সা ও ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মুধুসুদন চৌধুরীর হেফাজত থেকে উল্লেখিত স্বর্ণালংকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো
মোঃ জালাল মিয়া (২৮), মোঃ কবির হোসেন (৩২) ও মুধুসুদন চৌধুরী (৬৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ