Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৪:৪০ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বৃহস্পতিবার রাতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন ।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকার তানভীরের বাড়িতে আলী হোসেনের ছেলে আলফাজ উদ্দিন (২২) ও বরিশাল জেলার বাসিন্দা অমিক হাসান (২০) ইন্টারনেট সংযোগ দিতে যান। এ সময় টিনের চালের ওপর ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হন অমিত ও আলফাজ। নিচে দাঁড়িয়ে থাকা আলী হোসেন এ অবস্থা দেখে মই বেয়ে চালে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন।আশপাশের লোকজন গুরতর আহত ওই তিনজন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টায় সেখানকার চিকিৎসক আলফাজ ও অমিককে মৃত ঘোষনা করেন। আলফাজের বাবা আলী হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ