Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র চট্টগ্রাম বন্দরের কর্মচারী চাকরিচ্যুত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১০:১৪ এএম

চট্টগ্রাম বন্দরের এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর, কাস্টমসসহ সরকারি অফিসে নিয়োগ দেওয়ার নামে অর্থ আদায় ও ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই কর্মচারীর নাম ইশরাত জাহান চৌধুরী। তিনি ২০১৩ সালে বন্দরে পরিবহন বিভাগে উচ্চমান সহকারী হিসেবে নিয়োগ পান। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশীদ চাকরিচ্যুতির আদেশে সই করেন। বন্দরের বরখাস্তের আদেশে বলা হয়, ১৩ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে অর্থ আদায় করে বন্দরের ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ দেন। অভিযোগের পর তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে অসদাচরণ, প্রতারণা ও দুর্নীতির বিভাগীয় মামলা করা হয়। মামলায় তদন্ত ও শুনানি শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপরই এই চাকরিচ্যুত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরিচ্যুত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ