Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে দুই পোশাক কারখানায় ১৭৩ শ্রমিককে অব্যাহতি

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৮:০৪ পিএম

করোনা ভাইরাসের কারণে বন্ধকে কাজে লাগিয়ে ঢাকার সাভারে তালিকা টাঙ্গিয়ে দুটি পোশাক কারখানার ১৭৩ জন শ্রমিককে ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে ফেলে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার আশুলিয়ায় অবস্থিত ‘ইসকেই ক্লথিং লিমিটেড’ ও ‘দি ক্লথ এন্ড ফ্যাশন লিমিটেড’ কারখানার প্রধান ফটকে চাকরি হতে অব্যাহতির তালিকা টাঙ্গানো হয়।
নোটিশে লেখা হয়েছে, অ্যবহতির তালিকায় থাকা সকল শ্রমিক ও স্টাফদের কাজকর্ম সন্তোষজনক প্রতিয়মান না হওয়ায় তাদের চাকরী স্থায়ী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যা গত ১ এপ্রিল হতে কর্যকর করা হয়েছে৷ অব্যাহতি প্রাপ্ত শ্রমিক ও স্টাফদের আগামী ৩০ এপ্রিলের ভেতর যেকোনো কার্যদিবসে এসে সকল পাওনাদি গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইসকেই ক্লথিং লিমিটেড কারখানা থেকে ১০৩ জন শ্রমিককে অব্যাহত দেয়া হয়।

কারখানাটির মহাব্যবস্থাপক (জিএম) জহুরুল ইসলাম বলেন, প্রত্যকটির চাকরির একটি অস্থায়ী করণ নিয়ম রয়েছে। আমাদের কারখানায় সেই নিয়ম মানা হয়েছে। যারা অস্থায়ী চাকরি করা অবস্থায় কাজে সন্তোষজনক নয় তাদের স্থায়ী করা হয়নি।

এদিকে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকার দি ক্লথ এন্ড ফ্যাশন লিমিটেডের ৭০ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) আলামিন হোসেন।

এর আগে, গতকাল ৪এপ্রিল আশুলিয়ার জামগড়া এলাকার ‘ফ্যাশন ফোরাম’ কারখানার মুল ফটকে ১৮৯ জন শ্রমিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মর্মে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরিচ্যুত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ