মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব ইতিহাসে রেকর্ড পরিমাণ উত্তরাধিকার কর দিতে হবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হির পরিবারের। এই করের পরিমাণ ১২ ট্রিলিয়ন ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ১০ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮৪ হাজার ২৭ কোটি ৫২ লাখ টাকা।
ব্রিটিশ গণ্যমাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় উত্তরাধিকার কর অনেক বেশি। মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের তার সম্পদের ওপর প্রায় ৫০ শতাংশ হারে কর দিতে হয়। এই কর হার বিশ্বে সবচেয়ে বেশি জাপানে, এরপরেই দক্ষিণ কোরিয়ায়।
গত বছরের ২৫ অক্টোবর স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হির মৃত্যু হয়। তিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ং-চুলের সন্তান ছিলেন। পিতার ছোট্ট ব্যবসাকে লি কুন-হি শুধু নিজ দেশ দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানি হিসেবেই নয়, বরং বিশ্বেরই একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে গড়ে তুলেছিলেন।
এক বিবৃতিতে স্যামসাং বলেছে, করের এই অর্থ দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বেই এখন পর্যন্ত সর্বোচ্চ উত্তরাধিকার কর। সব কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।
বিবিসি বলছে, পাঁচ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে এই বিশাল অঙ্কের কর পরিশোধ করতে হবে স্যামসাংয়ের চেয়ারম্যানের পরিবারের। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।