Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যামসাং গ্যালাক্সি এস১০ প্রি-অর্ডার শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৫:১৮ পিএম

নেক্সট জেনারেশন গ্যালাক্সি এস১০-এর প্রি-অর্ডার উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। এখন গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০+ প্রি-অর্ডার দিতে পারবেন আগ্রহী ক্রেতাগণ। এ লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি জিপি হাউজে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন ডিভাইসগুলো উন্মোচন করে স্যামসাং বাংলাদেশ।

গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনগুলো স্মার্টফোনের বাজারে একমাত্র এইচডিআর১০+ ফিচারসমৃদ্ধ স্মার্টফোন যা ব্যবহারকারীদের প্রায় ব্যাজেলবিহীণ সিনেমাটিক ইনফিনিটি ডিসপ্লে ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে, আর একেই নেক্সট জেনারেশন স্ক্রিণ বলছে স্যামসাং। দেশের বাজারে গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০+ এর দাম যথাক্রমে ৭৪ হাজার ৯০০ টাকা, ৮৯ হাজার ৯০০ টাকা ও ৯৯ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে স্যামসাং বাংলাদেশ।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের মহাত্ম হচ্ছে এর উদ্ভাবনী প্রযুক্তি, যা বর্তমান যুগের স্মার্টফোন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। গ্যালাক্সি এস১০-এর ডিভাইসগুলো উন্মোচনের মধ্যে দিয়ে আমরা নেক্সট জেনারেশন অব স্মার্টফোনের দিয়ে অগ্রসর হয়েছি। নতুন ডিভাইসগুলো সম্মানিত ক্রেতাদের সর্বোচ্চ চাহিদা পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী।

গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান বলেন, দেশে হাই-এন্ড স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের মোবাইল ব্র্যান্ড স্যামসাং-এর সঙ্গে মিলে কাজ করতে পেরে আমরা আনন্দিত। গ্রামীণফোন চেষ্টা করে গ্রাহকদের জন্য নতুন সব অফার নিয়ে আসার, এরই ধারাবাহিকতায় স্মার্টফোন ও ডাটা সার্ভিসকে এক ধাপ এগিয়ে নিতে এবং আরো বেশি আকর্ষণীয় করতে স্যামসাং গ্যালাক্সি এস১০-এর সঙ্গে বান্ডেল অফারের ব্যবস্থা করা হয়েছে।



 

Show all comments
  • Md Hasan ৬ মার্চ, ২০১৯, ৩:৩৪ এএম says : 0
    সেটের সাথে ফ্রী কি কি আছে?এবং সএ ১০+ এর কালার কি রকম কি রকম আছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যামসাঙ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ