Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানির হাসপাতাল থেকে চার মৃতদেহ উদ্ধার, নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১২ পিএম

জার্মানির রাজধানী বার্লিনের একটা হাসপাতালে সন্দেহজনক হামলায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় ৫১ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের হত্যার কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। একাধিক জার্মান সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, হাসপাতাল থেকে চারজনের মৃতদেহ এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করা হয়েছে। বার্লিনের ওই হাসপাতালের নাম ওবেরলিন ক্লিনিক।
বার্লিন সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা এবং ৩০০ কর্মী রয়েছেন বলে জানা যায়। বুধবারের ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। তাদের হত্যার উদ্দেশ্যও এখনো জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি জার্মান পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ