Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে হিন্দুদের লাশ সৎকারে মুসলিম যুবকদের অক্লান্ত পরিশ্রম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১০:৩৩ এএম

ভারতে করোনায় মৃত ব্যক্তিদের সৎকারে এগিয়ে এসেছেন মুসলিম সম্প্রদায়। আর মসজিদগুলোতে উন্মুক্ত করে তৈরি করেছেন করোনা হাসপাতাল। অনেক মৃতব্যক্তির স্বজনরা এগিয়ে না আসায় তাদের লাশ সৎকারে মুসলিম যুবকরা দিন-রাত পরিশ্রম করছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কঠিন সময় পার করছে ভারত। প্রতিদিন দেশটিতে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে ধর্মীয় বিভেদের দেয়াল ভেঙ্গে করোনায় মৃত হিন্দুদের মৃতদেহ সৎকার করে মানবতার বন্ধন আরো দৃঢ় করেছেন ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমরা।

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের বাসিন্দা ইমদাদ ইমান (৩৩) পেশায় গ্রাফিক ডিজাইনার। পাশাপাশি একটি বিপণি বিতানেরও মালিক তিনি। করোনা পরিস্থিতিতে গত বছর থেকেই মানুষের শেষকৃত্য আয়োজনে অংশ নিচ্ছেন ইমদাদ। এ কাজে গঠন করেছেন ‘কোভিড ১৯ তদফিন কমিটি’। কমিটির সদস্যসংখ্যা বর্তমানে ২২ জন।

ইমদাদ জানান, এখন পর্যন্ত করোনায় মৃত ৭ জন হিন্দুর সৎকার ও ৩০ জন মুসলিমের দাফনকাজ সম্পন্ন করেছেন তারা। তিনি বলেন, ‘যাদের সৎকার ও দাফন আমরা করেছি, তাদের অধিকাংশের আত্মীয় পরিজন শহরে থাকেন না। কয়েক জনের আত্মীয় থাকলেও দেখা গেছে তারাও করোনায় আক্রান্ত। তাই আমরা এগিয়ে এসেছি।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও দেখা গেছে একই ছবি। এলাহাবাদ হাইকোর্টের যুগ্ম নিবন্ধনকারী (জয়েন রেজিস্ট্রার) হেম সিংহ সপ্তাহখানেক আগে তার বন্ধু সিরাজকে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত। তারপর হাসপাতালে ভর্তি করালেও বাঁচানো যায়নি তাকে। হেম সিংহের মৃত্যুর পর সংক্রমণের ভয়ে শেষকৃত্যে অংশ নিতে রাজি হননি পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত ৪০০ কিলোমিটার পথ পেরিয়ে বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করেন সিরাজ।

ইতিমধ্যেই ইসলামিক মাদ্রাসা মডার্নাইজেশন টিচার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রস্তাব দিয়েছে, সমস্ত মাদ্রাসাকে কোভিড পরিষেবার কাজে ব্যবহার করা যেতে পারে। দেশের স্বার্থে মাদ্রাসা শিক্ষকেরা করোনা যোদ্ধা হিসেবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে সংগঠনটি।

মধ্যপ্রদেশের রাইসেন জেলার মান্ডিদ্বীপ এলাকায় মুসলিমরা ৫ একর ইদগাঁ ময়দান ছেড়ে দিয়েছেন করোনা সেন্টার তৈরির জন্য। সম্প্রতি ওই রাজ্যের বিদিশাতেও হিন্দুর সৎকারে মুসলিম যুবকদের এগিয়ে আসতে দেখা গিয়েছে।

গুজরাতের বদ্দোরায় মুসলিমদের উদ্যোগে একটি মসজিদকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে।



 

Show all comments
  • শওকত আকবর ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ পিএম says : 0
    হে মুসলিম যুবকরা তোমরা মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দাও।বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ ।
    Total Reply(0) Reply
  • Nasir Uddin ২৯ এপ্রিল, ২০২১, ২:৪১ পিএম says : 0
    অথচ এই কয়েকদিন আগেই এই হিন্দুরাই মুসলিম যুবকদের পিটিয়ে রক্তাক্ত করে মেরেছিল জয় শ্রী...বলে বলে।মহান আল্লাহ এই উগ্র হিন্দুদের হেদায়েত দান করুন।আমিন
    Total Reply(0) Reply
  • Md Saiful ২৯ এপ্রিল, ২০২১, ২:৪২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ ভাল। তবে মুদির মত উগ্রবাদী এর মর্ম বুঝতে চেষ্টা করবে কি-না আল্লাহ ভাল জানেন
    Total Reply(0) Reply
  • Palash Azad ২৯ এপ্রিল, ২০২১, ২:৪৩ পিএম says : 0
    এই হচ্ছে আমাদের মুসলিম ভাইদের পরিচয় । যে কোন বিপদ আপদে তারা পাশে থাকার চেস্টা করে ।
    Total Reply(0) Reply
  • Shahid Ahmed ২৯ এপ্রিল, ২০২১, ২:৪৪ পিএম says : 0
    জয় হোক বিশ্বমানবতার
    Total Reply(0) Reply
  • Md Emdad Hossen ২৯ এপ্রিল, ২০২১, ২:৪৪ পিএম says : 0
    মুসলিমরা ১ হাজার বছর শাসন করেছিল ভারত, বেশী মানবতা দেখানোর কারণে আজ মুসলিমরা নির্যাতিত
    Total Reply(0) Reply
  • Shuvro Ahmed ২৯ এপ্রিল, ২০২১, ৬:০৭ পিএম says : 0
    এমনে লাশ দাহ করার কারণে পরিবেশ দূষণ বাড়বে গাছের পরিমান কমে যাবে কাঠের যোগান দেওয়ার জন্য। গণ কবরের ব্যবস্থা করলে ভালো হইতো।
    Total Reply(0) Reply
  • এম কে এইচ ২৯ এপ্রিল, ২০২১, ৬:০৮ পিএম says : 0
    বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল ধর্মের নাম হলো ইসলাম। আমি একজন মুসলমান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি এজন্য যে আমি হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত।
    Total Reply(0) Reply
  • ক্ষণিকের মুসাফির ২৯ এপ্রিল, ২০২১, ৬:০৮ পিএম says : 0
    তারপরও একদল উগ্রবাদী বলবে মুসলিমরা ভালো না অথচ সব সময়ই দেখে আসতেছি মুসলিমরাই মানবিকতা নিয়ে অসহায়দের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ