Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ঈদের ছুটিতে নতুন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ইতোমধ্যে ব্যাপক বিস্তৃত করোনা সংক্রমণ রোধের লক্ষ্যে পাকিস্তান সরকার আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে পর্যটন ও আন্তঃপ্রাদেশিক পরিবহণের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, নতুন নিষেধাজ্ঞাগুলিতে ৮ থেকে ১৬ মে পর্যন্ত সমস্ত পর্যটন রিসর্ট, হোটেল, রেস্তোঁরা, শপিং সেন্টার, পার্ক, সৈকত এবং অন্যান্য পাবলিক স্থান বন্ধ করে দেওয়া রয়েছে।

মন্ত্রণালয় পর্যটন কেন্দ্রগুলোর প্রাকৃতিক উপত্যকা, বিশেষত মারি, সোয়াত এবং উত্তর গিলগিট-বালতিস্তানের দিকে গেছে এমন পর্যটন উপত্যকাগুলোও সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে যেগুলো ঈদের ছুটিতে সারাদেশের হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে। গিলগিট-বালতিস্তানের স্থানীয় বাসিন্দাদের ছাড়া ঈদের ছুটিতে আন্তঃপ্রাদেশিক এবং আন্তঃনগর পরিবহনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

রমজান মাসের রোজার পর ঈদুল ফিতর উপলক্ষে মুসলিমরা সাধারণত তিন দিনের ছুটি পালন করে থাকেন। চলতি বছর ঈদের ছুটি পড়বে মে মাসের মাঝামাঝিতে। করোনা সংক্রমণ বিস্তারের মাঝে হাসপাতালে আরো অক্সিজেন বেড ও ভেন্টিলেটর যুক্ত করার জন্য পাকিস্তান সরকার সময়ের সাথে লড়ছে। বুধবার দেশটিতে আরও ৫,২৯২ জনের নতুন সংক্রমণ ও রেকর্ড ২০১ জন নিহত হয়েছে। এর ফলে দেশটিতে সর্বমোট ৮ লাখ ১০ হাজার ২৩১ জনের সংক্রমণ ও মৃত্যু বেড়ে ১৭ হাজার ৫৩০ হয়েছে।
যদি বর্তমান হারে বাড়তে থাকে তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী সপ্তাহগুলোতে ভাইরাস-বিধ্বস্ত ভারতেও একইরকম পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে। স্বাস্থ্য বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. ফয়সাল সুলতান সাংবাদিকদের বলেছেন, সরকার দেশের অক্সিজেন পরিস্থিতি অব্যাহত পর্যবেক্ষণ করছে এবং উন্নতির চেষ্টা করছে। ২১ কোটি মানুষের দেশটি এ পর্যন্ত প্রায় ২০ লাখ লোককে ভ্যাকসিন দিতে পেরেছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ