Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মাস্কের বদলে মুখে পেইন্টিং করে বিপাকে রুশ নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

স¤প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অবস্থানরত এক রুশ নারী মাস্ক পরার বদলে মুখে মাস্কের আদলে পেইন্ট করে নেন। অন্যদের বোকা বানাতে তার মুখে এমনভাবে পেইন্ট করা হয়, যেন মনে হয় তিনি আসলে নীল রঙা মাস্ক পরে আছেন। পরে তারা স্থানীয় একটি সুপারমার্কেটে ঘুরে বেড়াতে থাকেন। আর ওই নারীর মাস্কবিহীন এমন ঘোরাঘুরির ভিডিও করতে থাকেন তার পুরুষ সঙ্গী। এক পর্যায়ে তাদের এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে উভয়ের পাসপোর্ট জব্দ করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। এই পেইন্টেড মাস্ক ঘটনায় জড়িত দুই জন হচ্ছে তাইওয়ানের জোশ পালের লিন এবং রুশ নাগরিক লিয়া সে। ভিডিওতে দেখা গেছে, গাড়িতে বসে প্রথমে মুখে মাস্কের আদলে পেইন্ট করেন লিয়া। প্রথমে অন্যরা এমনকি সিকিউরিটি গার্ডও তার মুখে মাস্ক না থাকার বিষয়টি ধরতে ব্যর্থ হয়। পরে লাল রঙা মাস্ক পরিহিত অন্য এক নারী বিষয়টি বুঝতে পারেন এবং জানতে চান লিয়া-র মুখে মাস্কের মতো জিনিসটি কি আসলে পেইন্টিং? টাইমস নাউ নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ