বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারা দেশের মত দক্ষিণাঞ্চলেও করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ বন্ধ করা হয়েছে। তবে দ্বিতীয় ডোজের টিকা প্রদান নিয়ে দুঃশ্চিন্তা রয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের। সাধারণ মানুষের আগ্রহের অভাবের মধ্যেও গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণাঞ্চলে ২ লাখ ৫০ হাজার ৭৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। আর গত ৮ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন প্রায় ১ লাখ ১৪ হাজারের মত। প্রথম ডোজ গ্রহণকারী সকলকে দ্বিতীয় ডোজ প্রদান করতে হলে প্রায় ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োজন। অবশিষ্ট ৩২ হাজার ডোজ কবে কিভাবে পাওয়া যাবে তা এখন পর্যন্ত কারো জানা নেই। বরিশাল বিভাগের জন্য দু’দফায় কেন্দ্রীয় মেডিকেল স্টোর থেকে ৪ লাখ ২১ হাজার ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। সেখান থেকে ১ লাখ ১০ হাজার ডোজ খুলনায় প্রেরণ করা হয়। এ কারণে দক্ষিণাঞ্চলে প্রথম ডোজ গ্রহণকারী সকলকে দ্বিতীয় ডোজ প্রদানে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার সাহা জানান, পরিস্থিতি সম্পর্কে অধিদফতর অবগত আছে। আশাকরি প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ গ্রহণে কোন সমস্যা হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।