Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলায় আহত দুই পুলিশ সদস্য

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ৯:৩৪ পিএম

নগরীতে মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। এ সময় আসামি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সোমবার নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় পূবালী মাঠের পাশে রেলওয়ে কলোনিতে এই ঘটনা ঘটে। নগর পুলিশের অতিরিক্ত ‍উপ-কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিক জানান আহত দু’জন হলেন- খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মানিক এবং কনস্টেবল মনির। গ্রেফতার মাদক মামলার আসামি মো. আলমগীর (৩০) নগরীর আমবাগান রেলওয়ে কলোনির বাসিন্দা আব্দুল বাতেনের ছেলে। বাড়ি শরীয়তপুর জেলায়।

পুলিশ জানিয়েছে, আলমগীরের বিরুদ্ধে খুলশী থানায় মোট চারটি মামলা আছে। এর মধ্যে দুটি মাদক আইনে, একটি চাঁদাবাজি এবং আরেকটি ঘরে অগ্নিসংযোগের। মাদক আইনের একটি মামলায় আলমগীর পলাতক ছিলেন। দুপুর আড়াইটার দিকে খুলশী থানার সাতজনের দু’টি পৃথক টিম পলাতক আসামি আলমগীরকে গ্রেফতারের জন্য আমবাগান এলাকায় যায়। রেলওয়ে কলোনিতেই তাকে গ্রেফতার করা হয়। নিয়ে আসার সময় আলমগীরের মা ও স্ত্রী হট্টগোল করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। তারা কলোনির আরও বাসিন্দাদের নিয়ে সংঘবদ্ধ হয়ে রেললাইন থেকে পাথর নিয়ে পুলিশ সদস্যদের ওপর ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। তবে পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সমর্থ হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ