মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারির হাত থেকে রেহাই পেতে ভারত থেকে অন্য দেশে চলে যাচ্ছেন ধনীরা। আর তার জেরেই আকাশ ছুঁয়েছে বিমান ভাড়া। এমনকী ভর্তি সমস্ত প্রাইভেট জেটও।
গতকাল থেকে ভারত থেকে দুবাইগামী সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে। তার আগে তাই সামর্থ্য থাকা ভারতীয়রা তাই নিজ উদ্দ্যেগেই দেশ ছাড়ছেন। মুম্বাই থেকে দুবাইয়ের বিমান ভাড়া সাধারণ সময়ে ৮ থেকে ১০ হাজার টাকা হয়। এখন তা হয়েছে ৮০ হাজার। দিল্লি থেকে দুবাইয়ের টিকিটও ৫০ হাজারে কিনছে ধনী ভারতীয়রা। ভয়াবহ করোনা পরিস্থিতিতে তারা আর কেউ দেশে থাকার ঝুঁকি নিতে চাইছেন না। পালাচ্ছেন সদলবলে।
চার্টার বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, প্রাইভেট জেটের টিকিটের এমন চাহিদাও আগে কখনও দেখা যায়নি। শনিবার দুবাইগামী ১২টি প্রাইভেট জেটের সবক’টি আসন ইতিমধ্যেই বুক। ১৩ সিট কিংবা ৬ সিটের জেট প্লেনের জন্য দিতে হচ্ছে ৩৩ হাজারের বেশি অর্থ। তাতেও সমস্যা নেই। অন্তত ৮০ জন সেই প্লেনের জন্য নাম লিখিয়ে রেখেছেন। বিদেশ থেকে প্রাইভেট জেট আনানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখপাত্রটি।
চার্টার সংস্থা এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, বেসরকারী বিমানগুলির জন্য টিকেটের দাম ছিল ‘একেবারে অস্বাভাবিক’। তিনি বলেন, ‘আগামীকাল দুবাইতে আমাদের ১২ টি ফ্লাইট রয়েছে এবং প্রতিটি বিমান পুরোপুরি পূর্ণ।’ এনট্রাওয়াল এভিয়েশনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমি আজ দুবাইতে যাওয়ার জন্য প্রায় ৮০ টি আবেদন পেয়েছি।’ তিনি এএফপিকে বলেন, ‘চাহিদা মেটাতে আমরা বিদেশ থেকে আরও বিমানের জন্য অনুরোধ করেছি ... মুম্বাই থেকে দুবাইয়ের ১৩-সিটের জেট ভাড়া নিতে ৩৮ হাজার ডলার এবং ছয় সিটের বিমান ভাড়া নিতে ৩১ হাজার ডলার ব্যয় হবে।’ তিনি বলেন, ‘লোকেরা দলে দলে টিকেট নিচ্ছেন এবং কেবল আসন পেতে আমরা আমাদের জেটগুলি ভাগ করে নেওয়ার ব্যবস্থা করছি। অনেকেই থাইল্যান্ডেও যেতে চাইছেন। তবে বেশিরভাগের চাহিদা ছিল দুবাইয়ে যাওয়ার।’
স্থানীয় মিডিয়া অনুসারে, সপ্তাহে প্রায় ৩০০ টি বাণিজ্যিক ফ্লাইট সাধারণত সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের মধ্যে চলাচল করে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৩৩ লাখ ভারতীয় বাসবাস করেন যা দেশটির জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। তাদের বেশিরভাগই থাকেন দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে, অন্যান্য দেশ হয়ে ভারত থেকে আগতদের অবশ্যই তৃতীয় গন্তব্যে থাকতে হবে কমপক্ষে ১৪ দিন।
শুক্রবার মুম্বাই বা দিল্লি থেকে লন্ডন পর্যন্ত একমুখী ফ্লাইটে টিকিটের মূল্য ছিল এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে, যা স্বাভাবিক হারের থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ বেশি। যুক্তরাষ্ট্রের রুটে সিটগুলি এখনও পাওয়া যাচ্ছে, তবে সে ক্ষেত্রেও টিকিটের দাম যথেষ্ট পরিমাণে বেশি। কিছু ক্ষেত্রে স্বাভাবিক ভাড়া থেকে দ্বিগুণ। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।