Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেসব তারকা করোনা জয় করেছেন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজন তারকা ও তাদের পরিবার সুস্থতা লাভ করেছেন। তারা করোনা জয় করে এখন কিছুটা স্বস্তিতে আছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী ও তার ছেলে, ছেলের বউ, চিত্রনায়ক রিয়াজ, তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম রোজী সিদ্দিকী, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, নির্মাতা চয়নিকা চৌধুরী, প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। দীর্ঘ সময় হাসপাতালের কেবিনে থেকে চিকিৎসা নেওয়ার পর গত ১৪ এপ্রিল নেগেটিভ ফল পেয়ে বাসায় ফিরে যান অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। ২১ দিন আসোলেশনে থাকার পর ২২ এপ্রিল করোনা নেগেটিভ ফল পান চিত্রনায়ক রিয়াজ। গত ২৪ এপ্রিল নেগেটিভ ফল হাতে পান দেশের অন্যতম তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের মেয়ে সেঁজুতি খান বলেন, বাবা-মা দুইজনই এখন সুস্থ। চয়নিকা চৌধুরী জানান, গত ২১ এপ্রিল তিনি করোনা নেগেটিভ ফলাফল হাতে পান। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর সম্প্রতি নেগেটিভ ফল পান। গত ৪ এপ্রিল পজিটিভ ফল পান চিত্রনায়িকা-নির্মাতা মৌসুমীসহ ছেলে ফারদিন স্বাধীন ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা। তেমন কোনও জটিলতা ছাড়াই ১৫ এপ্রিল তারা নেগেটিভ হন। গত ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত হাসপাতালে চিকিৎসা বাসায় ফিরেন আবুল হায়াত। ২০ এপ্রিল ৭৬ বছর বয়সী এই অভিনেতা করোনা নেগেটিভ হন। উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান প্রখ্যাত চিত্রনায়িকা-নির্মাতা কবরী, অভিনেতা এসএম মহসিন, সাংবাদিক শফিউজ্জামান খান লোদী, নির্মাতা সাজেদুল আউয়াল ও মাসুদ কায়নাত, সংগীতশিল্পী মিতা হক ও ইন্দ্রমোহন রাজবংশী, সংগীত পরিচালক ফরিদ আহমেদসহ বেশ কজন শিল্পী।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৬ এপ্রিল, ২০২১, ১২:৪৩ এএম says : 0
    অপেক্ষায় থাকে কাউকে ছাড়বে না,এতে খুশি ভালো নয়,আল্লাহর ইবাদত করতে হবে,শিরিক কথা বলিও না,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ