Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকাগামী যাত্রীদের ভিড় বেড়েই চলেছে বাংলাবাজার ঘাটে

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৬:৫৫ পিএম

দক্ষিনাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে রবিবার ভোর থেকেই। গত শুক্রবার থেকে রাজধানীতে যাওয়ার ভিড় বাড়তে থাকে নৌরুটের বাংলাবাজার ঘাটে। গত শনিবার ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। মূলত রবিবার মার্কেট খোলার খবরে শনিবার সকাল থেকেই হাজার হাজার যাত্রীদের ঢাকামুখী ভিড় ছিল বাংলাবাজার ঘাট এলাকায়। রবিবার সকাল থেকেও ঢাকাগামী যাত্রীদের চাপ দেখা গেছে।

বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, রবিবার নৌরুটে সীমিত আকারে ৭ টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে ছোট গাড়ির সংখ্যা তেমন নেই। টার্মিনালে পণ্যবাহী ট্রাক রয়েছে ১৫/২০ টি। ঘাট এলাকায় গাড়ির চাপ না থাকলেও যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে। এদিকে বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ফেরি ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে মূলত ১৬ টি ফেরি সচল রয়েছে। তবে পরিবহন নেই। শিমুলিয়া থেকে গত কয়েকদিন ধরে উল্লেখযোগ্য সংখ্যক পণ্যবাহী পরিবহন পার হয়নি। ছোট ছোট গাড়ি সীমিত আকারে পার হয়েছে। গাড়ি কম থাকায় বড় ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে। ছোট ফেরি দিয়ে জরুরী গাড়ি পার করা হচ্ছে। তবে বাংলাবাজার থেকে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে শিমুলিয়া আসছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, রবিবার সকাল থেকেও ঢাকাগামী যাত্রীদের চাপ রয়েছে। তবে গাড়ির সংখ্যা কম। ফেরিতে যাত্রীদের বেশির ভাগই পার হচ্ছে। নৌরুটে ১৬ টি ফেরি থাকলেও ৭ টি ছোট ফেরি চলাচল করছে। ৮৬ টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট রয়েছে, যা লকডাউনের কারণে বন্ধ আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের একটি সূত্র জানায়, স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ থাকলেও স্থানীয় প্রভাবশালী মহল কিছু কিছু স্পিডবোট চালু রেখেছে। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের পার করছে।

মো. হামিদ মিয়া নামের ঢাকাগামী এক যাত্রী বলেন,'ঢাকায় দোকানের কর্মচারী হিসেবে কাজ করি। আজ মার্কেট খুলছে। তাই কাজে যাচ্ছি।' তিনি আরো বলেন,'বাস বন্ধ থাকায় তিন/চারগুন বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হয়েছে।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন,'ঘাটে গাড়ির তেমন চাপ নেই। কিছু ট্রাক আছে। এছাড়া ছোট গাড়ি কম। ৭ টি ফেরি চালু আছে। এছাড়া ঢাকাগামী যাত্রীদের চাপ আছে ঘাটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ