Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে পশু চোরাইকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য ‘বোঙারী’ সুলতান সিলেটে গ্রেপ্তার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৬:০৩ পিএম

সিলেটে সীমান্ত এলাকার চোরাই পশু হাটের এক ‘বোঙারী’ সুলতান গ্রেপ্তার হয়েছে চুরির মামলায়। কানাইঘাট থানা পুলিশ শনিবার রাতে সীমান্তবর্তী মোলাগুল বাজারে ধাওয়া করে আটক করে তাকে। এদিকে, সুলতান আটকের পর কানাইঘাটের সড়কের বাজার প্রকাশিত বোঙারী বাজারের পশু চোরাচালানি সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে বোঙ্গারী সুলতান সহযোগিদের।
সূত্র জানায়, সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলারের অন্যতম একটি বাজার ‘সড়কের বাজার’। কিন্তু সীমান্ত পথে চোরাই পশু এনে বিক্রির নিরাপদ হাট হিসেবে কুখ্যাতি অর্জন করায় এ হাটকে সিলেটে ‘বোঙারীবাজার’ হিসেবে চিনেন জানেন সবাই। এই বাজারে মুলত ভারত থেকে চোরাচালানে আসা গরু ও মহিষ করা হয় বিক্রি। সম্প্রতি এ হাট আলোচনায় আসে জকিগঞ্জের সোনাসারের ব্যবসায়ী মাসুম আহমদের মহিষ চুরির ঘটনার মধ্যে দিয়ে। মাসুম্ও ব্যবসা করেন সীমান্ত এলাকায়। কানাইঘাট থানায় সীমান্তের চোরাচালানি সিন্ডিকেটের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন মাসুম। ওই চুরির মামলা দায়েরের পর তোলপাড় শুরু হয় ‘বোঙারী বাজার’ সিন্ডিকেটে।
স্থানীয়রা জানিয়েছেন- চোরাচালানের মাধ্যমে আসা মাসুমের ১৫টি মহিষ গত ২রা এপ্রিল উপজেলার লামা শাহপুর গ্রামের ‘বোঙারী’ সুলতান আহমদ ও তার সহযোগি আক্কাস, মজু ও হবিব চুরি করে নিয়ে যায়। তাদের সঙ্গে যুক্ত হয় সড়কের বাজারের চোরাচালানি সিন্ডিকেট। তবে মাসুম জানিয়েছেন- ওই মহিষগুলো স্থানীয় কালীগঞ্জ বাজার থেকে কিনেছেন তিনি। এরপর মহিষগুলোর দেখভাল করার জন্য তার দীর্ঘ দিনের পরিচিত সুলতানের কাছে রেখেছিলেন। কিন্তু সুলতান মহিষগুলো চুরি হয়ে গেছে বলে মিথ্যা তথ্য দেয়। একই সঙ্গে সে চোরাচালানি সিন্ডিকেটকে নিয়ে স্থানীয় সড়কের বাজারে বিক্রি করেছে বলে রসিদও সংগ্রহ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুলতান ও তার সহযোগিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন তিনি। এদিকে- মামলা দায়ের করা হলে পুলিশ সুলতান ও তার সহযোগিদের গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে শনিবার রাতে অভিযান চালিয়ে সুলতানকে গ্রেপ্তার করেছে। স্থানীয় মুলাগুল বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন- মহিষ চুরির ঘটনায় মামলা ও চোরাচালানের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী মুলাগুল বাজারে সৃষ্টি হয় তোলপাড়। চুরির মামলার আসামিদের খুঁজে আগে পুলিশ একাধিকবার অভিযান চালায়। সর্বশেষ গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কানাইঘাট থানার একদল পুলিশ সাদা পোশাকে অভিযান চালায়। এ সময় সুলতান ও তার আরেক সহযোগী হবিব বাজারেই ছিলো। পুলিশ সুলতান ও হবিবকে আটক করলেও পুলিশের হাত থেকে ফসকে বেরিয়ে যায় হবিব। তবে- সুলতানকে পুলিশ আটক করে নৌকাযোগে কানাইঘাটে নিয়ে আসে। গ্রেপ্তারের পর সুলতান পুলিশের কাছে স্বীকার করেছে মহিষ চুরির ঘটনা। একই সঙ্গে তার কয়েকজন সহযোগীর নামও বলেছে। পুলিশ জানায়, সুলতান যাদের নাম বলেছে কানাইঘাটের চিহিৃত চোরাকারবারী তারা।
স্থানীয় সড়কের বাজারে আধিপত্য রয়েছে তাদের। মাসুমের মালিকাধীন মহিষগুলো তারা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলতে এ চুরির নাটক করেছিল তারা।
মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার এসআই পীযূষ চন্দ্র সিংহ বলেন, মোলাগুল বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে চুরির মামলার প্রধান আসামি বোঙারী সুলতানকে। গতকাল (রোববার) আদালতে পাঠানো হয়েছে তাকে। একই সঙ্গে ৫ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে। এদিকে, মামলার বাদি মাসুম জানান, সুলতানের সঙ্গে মহিষ চুরির মুসলিম, আবুল হাসান এই মহিষ চুরির ঘটনায় শেল্টার দিচ্ছে বোঙারী সুলতানকে। মুসলিমের এক ভাতিজা ফয়ছলও এতে জড়িত। তিনি বলেন সড়কের বাজারের চোরাই সিন্ডিকেটের ওই সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ। এদিকে, মামলার) বাদীর (মাসুম) বক্তব্যের সাথে ভিন্নমন পোষন করে আবুল হাসান, মুসলিম সহ বোঙারী বাজারের সিন্ডিকেটের সদস্যরা বলেছেন, মহিষ চুরির নায়ক কেবল বোঙারী সুলতান। কারন সড়কের বাজারে সুলতানের কাছ থেকে ওই মহিষগুলো কিনেছেন তারা বৈধভাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ