মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘আমি তোমাদের সবাইকে করোনাভাইরাস দিয়ে দিবো।’ এমন ঘোষণা দিয়ে ২২ জন আক্রান্ত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্প্যানিশ পুলিশ। শনিবার ম্যালোরকা দ্বীপের মানাকোর এলাকায় এই ঘটনা ঘটেছে।
সিএনএন জানায়, করোনাভাইরাসের লক্ষণ থাকায় পিসিআর টেস্ট করিয়েছিলেন। তবু স্বাভাবিক জীবন যাপন করছিলেন।
৪০ বছর বয়সী ওই ব্যক্তির সহকর্মীরা জানায়, শরীরে জ্বর নিয়েই কাজ করতে চলে আসেন। কর্মস্থলে বার বার কাশিও দিচ্ছিলেন তিনি। এমনকি মাস্কও মুখ থেকে নামিয়ে রেখেছিলেন।
পুলিশ জানিয়েছে, করোনা টেস্ট করার পর তার ফল আসার অপেক্ষা করা উচিৎ ছিল। কোয়ারেন্টিন না করেই সবার সঙ্গে মেলা মেশা করছিলেন তিনি।
তার কর্মস্থল ও জিমে তার মাধ্যমে সরাসরি ১৪ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনটি শিশুও রয়েছে। যাদের মধ্যে একজনের বয়স ১ বছর।
বর্তমানে ব্যক্তিটি পুলিশের হেফাজতে রয়েছেন। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।