মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে প্রচন্ড ধাক্কা খেয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। পরিচিত জগতের ছবি বদলে দিয়েছে। চিকিৎসকরা বার বার বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষায় সামাজিক দূরত্ব মানা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা উচিত।
পৃথিবীর প্রতিটি দেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ‘নো মাস্ক নো সার্ভিস’ এমন নির্দেশনার পর ভারতের তেলেঙ্গানা রাজ্যে অভিনব এক ঘটনা ঘটেছে। এক পশুপালক সরকারি অফিসে মুখে বাবুই পাখির বাসা লাগিয়ে আসেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, তার কাছে মাস্ক কেনার মতো টাকা ছিল না।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকায়। স্থানীয় বাসিন্দা মেকালা কুরমাইয়া অতি দরিদ্র এক পশুপালক। মাস্ক কেনার সামর্থ্য নেই তার। কিন্তু মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না তা তিনি জানেন। তেলঙ্গনাতেই মাস্ক না পরে রাস্তায় বের হলে এক হাজার টাকা জরিমানা।
ওই পশুপালক অফিসে না গেলে পেনশনের যে সামান্য টাকা পান তাও হাতছাড়া হয়ে যাবে। তাই নিজেই বাবুই পাখির বাসা মুখে লাগিয়ে অফিসে হাজির হন। এমন আজব ঘটনায় হতবাক হয়ে পড়েন অনেকে। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তারপরই শুরু হয় তর্কবিতর্কের পালা। নেটিজেনদের অনেকেই জানান, সরকারি অফিসে গরীব মানুষদের জন্য বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের ব্যবস্থা করা হোক।সূত্র : ডিএনএ ইন্ডিয়া, নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।